অ্যাকসেসিবিলিটি লিংক

 রোহিংগা শিবিরে মসজিদ বানানো বন্ধ


২৫ অগাস্টআরাকান রোহিংগা স্যালভেশন আর্মি এবং মিয়ানমারের সামরিক বাহিনীর মধ্যে হঠাত করে মারাত্মক সহিংসতা শুরুর পর আব্দুল আজিজ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কুটুপালং শরণার্থী শিবিরে আশ্রয় নেন।

৫ লক্ষ রোহিংগা মুসলিম মিয়ানমার ত্যাগ করে তাদেরই একজন ৪৮ বছর বয়সী আব্দুল আজিজ। অত্যন্ত ঘিঞ্জি শরণার্থী শিবিরে তিনি একটি মসজিদ তৈরির প্রয়োজনীয়তা উপলব্ধি করে চাঁদা তোলেন। আজিজের ঐ পদক্ষেপ অনেকে পছন্দ করলেও তা কার্যকর হয়নি।

ঢাকা ট্রিবিউন খবরের কাগজের এক রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের কর্মকর্তারা এ সপ্তাহে জানিয়েছেন, নতুন বানানো যেকোনো মসজিদ, মাদ্রাসা বা ইসলামিক স্কুল ভেঙ্গে দেওয়া হবে এবং মসজিদ, মাদ্রাসা বা ইসলামিক স্কুল বানানোর আগে সেনা বাহিনীর কাছে থেকে অনুমোদন নিতে হবে।

XS
SM
MD
LG