অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা মুসলিমদের বৈধ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আইসিজেতে ওআইসির প্রস্তাব গ্রহন


Rohingya
Rohingya

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের বৈধ অধিকার প্রতিষ্ঠার বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে উত্থাপনের লক্ষ্যে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি একটি সর্বসম্মত প্রস্তাব গ্রহন করেছে।

সোমবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে আবু ধাবিতে সদ্য সমাপ্ত ৪৬তম ইসলামিক পররাষ্ট্র মন্ত্রীদের কাউন্সিলে এ প্রস্তাবটি গৃহীত হয় । প্রস্তাবে নিজ বাসভূমি মিয়ানমার থেকে বাস্তুচুত রোহিঙ্গাদের বৈধ অধিকার প্রতিষ্ঠা এবং তাঁদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমারের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আইসিজেতে আইনি ব্যবস্থা গ্রহনের কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে গাম্বিয়ার নেতৃত্বাধীন ১০ সদস্যের মন্ত্রী পর্যায়ের কমিটি প্রস্তাবটির প্রক্রিয়া শুরু করে এবং আন্তর্জাতিক আইনের নিতির ভিত্তিতে রোহিঙ্গাদের বিষয়টি নিষ্পত্তি করার জন্য ওআইসির কাছে সুপারিশ করে।

ঢাকা থেকে জহুরুল আলমের প্রতিবেদন।

XS
SM
MD
LG