যুক্তরাষ্ট্র ভিত্তিক বিভিন্ন ধর্মাবলম্বীদের সংগঠন ফেইথ কোয়ালিশান মিয়াম্মারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বর হামলার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে মিয়াম্মারে অং সান সুচি দেখা করেন। মাইক পেন্স রোহিঙ্গাদের ওপর হামলার বিষয়ে একটি কঠোর বিবৃতি দেন। এবং আটক থাকা সাংবাদিকদের মুক্তির বিষয়ে চাপ প্রয়োগ করেন।
ওদিকে বাংলাদেশে বৃহস্পতিবার রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি ছোট দলের প্রত্যাবাসন কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি।
রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পর্কে ফেইথ কোয়ালিশানের মুখপাত্র নিকলি এমব্রোস কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার সঙ্গে।