অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারে রোহিঙ্গ্যা ও অন্যান্য সংখ্যালঘুরা এখনো হামলার শিকার 


মিয়ানমারের সামরিক বাহিনী, ৩ বছর আগে যে মারণাত্মক মানবিক সঙ্কটের
সৃষ্টি করে, সে সঙ্কটের কোন সমাধান আজো অব্দি হয়নিI ৩ বছর আগে যে অমানবিক বর্বরতা, প্রায় ৭৫0,000 রোহিঙ্গ্যা জনগোষ্ঠীর লোকজনদের বাংলাদেশে প্রবেশ করতে বাধ্য করেছিল, সেই হত্যাকারীদের বিচার এখনো হয়নিI

জাতিসংঘের তথ্য অনুসন্ধানী দল তাদের রিপোর্টে সামরিক বাহিনীর এসব অপরাধকে মানবতার বিরুদ্ধে অপরাধ এবং অনেক ক্ষেত্রে গণহত্যা বলে চিহ্নিত করেছেI

জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মিশেল বাচেলেট বলেন, রোহিঙ্গ্যা ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় এখনো অব্যাহত সশস্ত্র হামলার শিকারI তিনি জানান, এখনো সাধারণ নিরীহ জনগণ সেখানে অদৃশ্য হয়ে যান, তারা বিচার বহির্ভুতহত্যা, খেয়ালখুশিমত গ্রেফতার, যন্ত্রনা এবং বন্দি অবস্থায় মৃত্যুর শিকার হচ্ছেনI

XS
SM
MD
LG