মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমরা নতুন করে বাংলাদেশে প্রবেশ করার ফলে ইতিপূর্বে আসা ৫ লাখ রোহিঙ্গাকে নিয়ে হিমশিম খাওয়া বাংলাদেশকে এক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে বলে মন্তন্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান। উত্তরাঞ্চলের নওগাঁ শহরে শনিবার এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কিছু রোহিঙ্গা নিপীড়ন সহ্য করতে না পেরে সীমান্তের কয়েকটি পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢুকেছে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে মিয়ানমার সরকারের সাথে আলোচনা করা হবে বলে তিনি জানান।
এদিকে, শান্তিতে নোবেল বিজয়ী সুচির সরকারের বিরুদ্ধে রোহিঙ্গাদের সুরক্ষা দিতে ব্যর্থতার অভিযোগ তুলছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। তারা বলছে তাঁকে যারা মানবাধিকারের প্রতীক বলে মনে করত তারা বিভ্রান্ত হচ্ছে। অন্যদিকে, রাখাইন রাজ্যে মিয়ানমারে্র সেনাবাহিনীর হত্যা-নিপীড়নের প্রতিবাদে শনিবারও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে।