জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন শ্রেনার বার্গনার অতিসম্প্রতি কক্সবাজারসহ বাংলাদেশ এবং এর ঠিক আগেই মিয়ানমার সফর শেষে নিইউয়র্ক সময় মঙ্গলবার এক বিবৃতিতে রোহিঙ্গা সংকট মোকাবেলার একটি রাজনৈতিক সমাধানের উপরে গুরুত্বারোপ করেছেন। জাতিসংঘের দূত কক্সবাজারের ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের সাথে তার কথাবার্তার মর্ম উপলব্ধি করে ওই বিবৃতিতে বলেন, যদি রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়া হয় এবং নিরাপত্তা নিশ্চিত করা যায় তাহলে তারা মিয়ানমারে নিজ বাসভূমে ফিরতে চান। তিনি বলেন, রাখাইনে তাদের উপরে কী অমানবিক নির্যাতন-নিপীড়ন হয়েছে তা রোহিঙ্গারা তাকে বলেছেন। আর এই সীমাহীন অপরাধের বিচার জরুরি বলে মনে করেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত। তিনি বলেন, তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন হতে হবে নিরাপত্তা নিশ্চিত হলে, মর্যাদার সাথে এবং সহায়ক পরিবেশ সৃষ্টি হলে। জাতিসংঘ দূত রোহিঙ্গা শরণার্থী এবং ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর জন্য অধিকতর সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান।
ঢাকা থেকে আমীর খসরু জানাচ্ছেন বিস্তারিত।