অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা শরণার্থীদের জাতীয় পরিচয়পত্র দিতে মিয়ানমার সম্মত হয়েছে - বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী


Bangladesh Foreign Minister Dr. A K Abdul Momen
Bangladesh Foreign Minister Dr. A K Abdul Momen


বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভয়েস অফ আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের কাগজ যাচাই-বাছাই করার পর তাদের জাতীয় পরিচয়পত্র দিতে মিয়ানমার সম্মত হয়েছে। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ অধিবেশনের সময় গত ২৪শে সেপ্টেম্বর চীনের মধ্যস্থতায় এক বৈঠকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী তাকে ঐ সম্মতির কথা জানান। আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গাদের স্বদেশে পাঠানোর আনুষ্ঠানিক সংলাপে চীনকে সঙ্গে নিয়ে একটি ‘ত্রিপক্ষীয় যৌথ কার্যনির্বাহী’ ফোরাম গঠনের বিষয়েও মিয়ানমার সম্মত হয়েছে। জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গা ইস্যু নিয়ে বেশ কিছু অর্জনের বিষয় উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গা সঙ্কট যে মিয়ানমারের তৈরি এবং এর সমাধান তাদেরই করতে হবে, সেই বিষয়টিতে জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রায় সব দেশই মত দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের টেলিফোন সাক্ষাৎকারটি নিয়েছেন ভয়েস অফ আমেরিকার সাংবাদিক আহসানুল হক।

XS
SM
MD
LG