অ্যাকসেসিবিলিটি লিংক

এ মুহুর্তে রোহিঙ্গাদের ভাসানচরে নিচ্ছেনা বাংলাদেশ


এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা থেকে সরে এসেছে বাংলাদেশ। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মো: এনামুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এ মুহুর্তে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে বাংলাদেশ সরকারের কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মো: এনামুর রহমান। বুধবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশগুলো আগের চেয়ে আরও আন্তরিকতা নিয়ে এগিয়ে এসেছে বলেও জানান প্রতিমন্ত্রী।
মিয়ানমারে ফিরে না যাওয়া পর্যন্ত শরণার্থী শিবিরে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং উগ্রবাদ ঠেকাতে কাঁটাতারসহ বিভিন্ন পদক্ষেপের কথাও বলেন তিনি।
প্রতিমন্ত্রী ডাঃ মো: এনামুর রহমান কুতুপালং শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের সাথেও কথা বলেন এবং মানবিক সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

মোয়াজ্জেম হোসাইন সাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।

এ মুহুর্তে রোহিঙ্গাদের ভাসানচরে নিচ্ছেনা বাংলাদেশ
please wait

No media source currently available

0:00 0:01:28 0:00

XS
SM
MD
LG