ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার এখন বাংলাদেশে রয়েছেন। এই রবিবার তাঁর কক্সবাজার অবস্থানকালে তিনি কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শন করেন এবং কক্সবাজারে জাতিসংঘের অর্থায়নে পরিচালিত ইন্টারসেক্টর কোঅর্ডিনেশান গ্রুপের সমন্বয়ক বিভাগের লিয়াঁযো অফিসার সৈকত বিশ্বাসকে নিয়ে বাংলা বিভাগের সঙ্গে এক আলোচনা চক্রে যোগ দেন। ওয়াশিংটনে ভয়েস অফ আমেরিকার স্টুডিওতে ঐ সাক্ষাৎকার-আলোচনা রেকর্ড করে সরাসরি তা বাংলা বিভাগের মূল বেতার অনুষ্ঠান এবং ফেস বুক লাইভ আয়োজনে প্রচার করা হয়।