অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতের অবস্থান


মায়ানমারে রোহিঙ্গা সমস্যা নিয়ে একতরফা ভাবে মায়ানমারের কড়া নিন্দায় বিশ্বাসী নয় ভারত। তার বদলে ও দেশে রোহিঙ্গা-বিরোধী আবেগ মনে রেখে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধানের পক্ষে মত দিলেন ভারতের বিদেশ সচিব এস. জয়শঙ্কর।পালিয়ে-আসা শরণার্থীদের প্রত্যাবর্তন সহজ করতে রাখাইন প্রদেশে পরিকাঠামো উন্নয়নে ভারত সাহায্য করছে মায়ানমারকে। আবার, জঙ্গী রোহিঙ্গাদের কার্যকলাপের নিন্দেও করেছে ভারত। পাশাপাশি কোফি আন্নান কমিটির রিপোর্টকে সমর্থন করে ও দেশের নাগরিকত্ব আইন বদলের কথাও বলছে ভারত। এক আলোচনা সভায় জয়শঙ্কর বলেন, শরণার্থীদের ঘরে ফেরানো সহজ নয়। একটা ঐকমত্যে পৌঁছতে মায়ানমার ও বাংলাদেশের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে ভারত।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00

XS
SM
MD
LG