অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়ন বন্ধ না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে: জাতিসংঘ


বর্তমানে ইন্দোনেশিয়াসহ ওই অঞ্চলের কয়েকটি দেশ সফররত জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনার সাইয়েদ রাদ আল হোসাইন সোমবার ইন্দোনেশিয়ায় এক অনুষ্ঠানে এই মর্মে সতর্ক করে দিয়ে বলেছেন যে, মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়ন বন্ধ না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

তিনি বলেন, গত পাচ দশক ধরে রোহিঙ্গাদের উপরে যে বৈষম্য ও নিষ্পেশন চলছে তার ফলাফল হিসেবে রোহিঙ্গারা দেশত্যাগ করেছে; আর এর মধ্যেই লুকিয়ে রয়েছে সহিংসতা ও সংঘাতের বীজ। এটা মিয়ানমারের জন্য ভয়াবহ সংকট বলে মনে করেন জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত প্রদান। রাদ আল হোসাইন শংকা প্রকাশ করে বলেন, এখনকার মানবাধিকার লংঘনের ঘটনা আগামী দিনে কঠিন সংঘাতে মোড় নিতে পারে। আর তা হতে পারে পুরো অঞ্চলটির জন্যই ভয়াবহ।.

XS
SM
MD
LG