অ্যাকসেসিবিলিটি লিংক

রম্নিঃ উচ্চমাত্রার বেকারের সংখ্যা এটাই নির্দেশ করে দেশের অর্থনীতি প্রকৃত পক্ষে স্থবির



আমেরিকার রিপাবলিকান দলের প্রার্থী সাবেক গভর্নার মিট রম্নি তার প্রচার অভিযনে দেশব্যাপী বেকারের সংখ্যা যে এক পয়েন্টের এক-দশমাংশ বৃদ্ধি পেয়েছে সেটাই এখন তার প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ব্যবহার করছেন।

আমেরিকার প্রেসিডেন্ট ওবামা এবং মিট রম্নি মঙ্গলবার নির্বাচনের দিন পর্যন্ত যেসব রাজ্যে ভোটারা নিশ্চিত নন সেখানে জোর প্রচার অভিযান চালাবেন।

প্রেসিডেন্ট ওবামা বৃহস্পতিবার হুয়িসকন্সিন, নেভাডা এবং কলোরাডোতে সমাবেশ করার পর শুক্রবার সারা দিনই ওহায়তে অভিযান চালানোর পরিকল্পনা করছেন। নির্বাচনে ঐ রাজ্যেটিতে জয়লাভ করা উভয় প্রার্থীর জন্যই খুবই গুরুত্বপূর্ণ। মিঃ ওবামা বাকি চারদিনের প্রতিদিনই ওহায়তে প্রচার অভিযান চালাবেন।

মিঃ রম্নি শুক্রবার হুয়িসকন্সিন এবং ওহায় সফর করছেন। ওহায়র ওয়েষ্ট চেষ্টারে তাঁর নির্বাচনী জুটি পল রায়েনের সংগে প্রচার অভিযান চালাবেন।
XS
SM
MD
LG