অ্যাকসেসিবিলিটি লিংক

মিট রম-নীর বিদেশ সফর


যুক্তরাষ্ট্রের রেপাবলিকান দলিয় প্রেসিডেণ্ট পদপ্রার্থী মিট রম্-নী বলেছেন – সিরিয়ার মতো নিপিড়নমূলক সরকারের অস্তিত্ব রয়েছে যে বিশ্বে , সেখানে পোল্যান্ড হলো মুক্তি-স্বাধীনতার রক্ষক এক দৃষ্টান্ত ।
মঙ্গলবার ওয়ারসতে পররাষ্ট্র নীতি সম্পর্কিত এক ভাষনে রম্-নী বলেন –যুক্তরাষ্ট্র ও পোল্যান্ড ভবিষ্যতের পানে চেয়ে তাকাবে একযোগে । তিনি পোল্যান্ডের অর্থনীতির প্রতি সাধুবাদ জানান –বলেন , য়ুরোপে যখন কিনা অর্থনৈতিক সংকটাবস্থা চলছে , তুলনামুলকভাবে পোল্যান্ড তখন প্রতিবেশিদের চেয়ে অনেক ভালো করেছে । মঙ্গলবার রম্-নী পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লাভ সিকোর্সকীর সঙ্গে বৈঠক করেন । সোমবার তাঁর কথা হয় প্রধানমন্ত্রী ডনাল্ড টাস্ক এবং সাবেক প্রেসিডেন্ট ও সলিডারিটী আন্দোলন নেতা লেখ ওয়াবেনযার সঙ্গে । রম্-নী এর আগে বৃটেন ও ইস্রাইল সফর করেন ।
XS
SM
MD
LG