যুক্তরাষ্ট্রের বার্তা মাধ্যমে বলা হচ্ছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোসেনস্টাইন মনে করছেন যে তাকে বরখাস্ত করা হবে। তবে কিছু রিপোর্টে বলা হচ্ছে যে তিনি পদত্যাগ করার বিষয়ে আলোচনা করেছেন। অন্যান্যরা এই খবর দিচ্ছে যে তাকে বরখাস্ত করা না হলে তিনি ওই পদ ছাড়বেন না।
এর আগে The New York Times পত্রিকায় বলা হয় যে গত বছর রোসেনস্টাইন
প্রস্তাব দিয়েছিলেন যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাপ কালে তার কথাবার্তা গোপনে রেকর্ড করা হোক এবং প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানোর জন্য ২৫তম সংশোধনী ব্যবহার করা হোক যেহেতু তাঁর শাসন করার যোগ্যতা নেই।
রোসেনস্টাইন গত সপ্তাহে পত্রিকার ওই খবর অস্বীকার করেন।