বাংলাদেশ ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতা অনেকখানি থাকলেও সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চয়তা ঠিক একই ভাবে সুরক্ষিত হয়নি । আগের তুলনায় সাংবাদিকদের নিরাপত্তা ও কর্মক্ষেত্রের পরিবেশ তুলনামুলকভাবে উন্নততর হলেও এর আরো উত্কর্ষ সাধনের অবকাশ রয়েছে বলে বাংলাদেশ ও ভারতের চারজন বিশিষ্ট সাংবাদিক ভয়েস অফ আমেরিকার এক গোল টেবিল আলচনায় মত প্রকাশ করেন ।
বিশ্বব্যাপী যুদ্ধ সংঘাত ছাড়াও সাংবাদিকরা তাদের নিজের দেশেও নানা বিপজ্জনক-প্রতিকুল পরিস্থিতির সম্মুখীন হন আর সে ক্ষেত্রে মহিলা বা পুরুষের কোন ভেদাভেদ থাকে না।
এই আলোচনায় যোগ দিয়েছেন ঢাকা থেকে দৈনিক ইত্তেফাকের মঈনুল আলম, ভোরের কাগজের ডিপ্লোমেটিক করেসপনডেন্ট আঙ্গুর নাহার মন্টি, এবং বর্তমানে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের আন্তর্জাতিক কর্মসুচীর অধীনে আমেরিকার মন্টানা থেকে অংশ নিচ্ছেন এ টি এন নিউজের প্রভাষ আমিন ও ভারতের আন্দামান শিখার সম্পাদক সজীব কুমার রায়।
তারা সবাই একমত যে সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ ও সরবরাহের কাজে জীবনের ঝুঁকি নিতে হয়। সত্য সংবাদ প্রকাশের ক্ষেত্রে যে সমস্যা তা সরকার, রাজনৈতিক বা অরাজনৈতিক, স্বার্থান্বেষী মহল, নানা পক্ষ থেকেই দেখা দিতে পারে।