অ্যাকসেসিবিলিটি লিংক

জেহাদি মতাদর্শ,সন্ত্রাসবাদী কাজকর্মের ছক-জঙ্গিদের তথ্য রুখতে ইন্টারনেট-সোশ্যাল মিডিয়ায় নজর দারী


জেহাদি মতাদর্শ প্রচার,সন্ত্রাসবাদী কাজ কর্মের ছক আর জঙ্গিদের তথ্য আদান প্রদান রুখতে এবার ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ায় সরাসরি নজর দারী চালাবে দেশের জাতীয় তদন্ত কারী সংস্থা ন্যাশনাল ইনভেষ্টিগেশন এজেন্সী এন আই এ। এই নজরদারী চালাতে এন আই এ কে একটি স্বয়ং সম্পূর্ণ ষ্পেশাল সেল গড়ার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের সর্ব্বোচ গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং (র) এবং ইন্টালিজেন্স ব্যুরো (আই বি) পর এন আই এ হতে চলেছে এক মাত্র তদন্তকারী সংস্থা.....যারা এহেন নজরদারী এবং জঙ্গিদের তথ্য আদান প্রদান সংক্রান্ত বার্তা ডিকোড করার অনুমতি পেল। এন আই এ সূত্রের খবর চলতি বছরের মধ্যেই গোটা দেশেই তাদের ছটি ইউনিটেই .....(মুম্বাই দিল্লী কোচি হায়দরাবাদ গুয়াহাটি কলকাতা) সাইবার জগতে নজরদারী সংক্রান্ত ষ্পেশাল সেলগুলি চালু হয়ে যাবে।

তথ্যভিজ্ঞ মহলের অভিমত বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গ ও অসমের বিভিন্ন গ্রাম থেকে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনে নিয়োগের জন্য যেভাবে জেহাদিরা মাথাচাড়া দিয়ে উঠছে....তাতে গুয়াহাটি ও কলকাতার ইউনিটে এন আই এ'র এই ষ্পেশাল সেল অত্যন্ত জরুরী বলেই মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে খাগড়াগড় বিস্ফোরন কান্ডের উদাহরনও দিচ্ছেন এন আই এ'র তদন্তকারীরা।পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG