অ্যাকসেসিবিলিটি লিংক

দেশের সমস্ত মেডিকেল প্রতিষ্ঠানের রেডিও থেরাপি ইউনিটের নিরাপত্তা ঢেলে সাজাতে নির্দেশ


ভারতে, সকল মেডিকেল কলেজের রেডিও থেরাপী য়ুনিটে নিরাপত্তা বাড়ানোর ওপর জোর দিতে মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষদের চিঠি দিয়েছে দেশটির পরমানূ শক্তি সংস্থা- জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়।

অবিলম্বে কলকাতা সহ দেশের সমস্ত মেডিকেল প্রতিষ্ঠানের রেডিও থেরাপি ইউনিটের নিরাপত্তা ঢেলে সাজাতে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকারের অ্যাটমিক অ্যানার্জি রেগুলেটরি বোর্ড। ক্যানসার রোগী দের রে দেওয়ার জন্য জরুরি টেলি কোব্লাট ও গামা নাইফ ইউনিট গুলির নিরাপত্তা বাড়াতে বলা হয়েছে। প্রসংগত বলা যেতে পারে এই দুই ইউনিটে তেজস্ক্রিয় রেডিও আইসোটোপের মাধ্যমে ক্যানসার রোগীদের রে দেওয়া হয়। নস্যির ডিবের সাইজের সেই রেডিওআইসোটোপকে সীসার তৈরী একটি ভল্টে রাখা হয়। রে দেওয়ার পর সেই ভল্টে ঢুকে যায় সেটি। সরকারী হাসপাতাল ও মেডিকেল কলেজ গুলিতে গামা নাইফ না থাকলেও টেলিকোবাল্ট ওব্রাকিথেরাপি মেশিন থেকে রোজ নির্দিষ্ট মাত্রায় তেজষ্ক্রিয় বিকিরন হয়....কিন্তু কোনো ভাবে সেই তেজস্ক্রিয় পদার্থ হাসপাতাল থেকে চুরি গেলে বা অন্য কোনো ভাবে জনসমক্ষে এলে রাজ্য তথা দেশের মানুষ তেজস্ক্রিয় বিকিরনের ফল ভুগতে পারে। বিশেষত কলকাতা সহ রাজ্যের সরকারি হাসপাতাগুলি যে কোনো সময় জঙ্গি গোষ্ঠীদের সফট টার্গেট হতে পারে বলে সর্তক করেছে দেশের কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সী গুলি।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:02 0:00

XS
SM
MD
LG