শিক্ষা ক্ষেত্রে পশ্চিমবঙ্গে র্র্যাগিং রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এগারো দফা শাস্তির বিধান দিয়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে পোস্টার। অভিযুক্তকে আলাদা করে চিহ্নিত করা না গেলে শাস্তি হতে পারে প্রশ্রয়দাতাদেরও। রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন পড়ুয়াদের সচেতন করতেই সরকারের এই পদক্ষেপ। তাঁর বক্তব্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে র্যাগিং-মুক্ত করতে রাজ্যসরকার বদ্ধ পরিকর। এবং তাদের এই মূহুর্তে, শাস্তির বিধান সরকারের জারি করা পোস্টার।রাজ্যের কুড়িটি বিশ্ববিদ্যালয়, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত ছ’শো কলেজ, সরকারি ও বেসরকারি একশোটি ইঞ্জিনিয়ারিং কলেজে সরকারের তরফে পাঠানো হচ্ছে এই পোস্টার।পোস্টারে উল্লেখ করা হয়েছে ১১ দফা শাস্তির কথা।সরকারের নির্দেশ, যে সব জায়গায় ছাত্রদের বেশি যাতায়াত, সেখানেই টাঙাতে হবে এই পোস্টার। ইতিমধ্যেই পোস্টার লাগানো হয়েছে প্রেসিডেন্সি ক্যাম্পাসে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।কিন্তু প্রশ্ন উঠছে, র্যাগিং রোধের আইন ও নির্দেশিকা থাকা সত্ব্বেও কেন এই কর্মসূচি?এই প্রসঙ্গে উচ্চ শিক্ষা মন্ত্রী পড়ুয়াদের সচেতন করার লক্ষ্যেই সরকারের এই পদক্ষেপ।পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট: