অ্যাকসেসিবিলিটি লিংক

জম্মু-কাশ্মীরের উড়িতে সেনা ছাউনিতে বড়সড় জঙ্গি হামলা হল


পুণরায় সন্ত্রাসী হামলা। অতি সাম্প্রতিক গোটা দেশে আলোড়ন সৃষ্টিকারী পাঠানকোটের ধাঁচে জম্মু-কাশ্মীরের উড়িতে সেনা ছাউনিতে বড়সড় জঙ্গি হামলা হল। দফায় দফায় বিস্ফোরণ, গুলিবৃষ্টি। নিহত ১৭ জওয়ান। জখম ১৯ জন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গুলির লড়াইয়ে খতম ৪ পাক জঙ্গি।সেনা সূত্রে খবর, আজ ভারতীয় সময় ভোর ৪ টে নাগাদ উড়ির সেনা ছাউনিতে একটি বিস্ফোরণ হয়। এরপরই শুরু হয় জঙ্গিদের গুলিবৃষ্টি। পাল্টা জবাব দেন সেনা জওয়ানরা। সকাল সাতটা নাগাদ ফের বিস্ফোরণের শব্দ। ৯টা পর্যন্ত দফায় দফায় শোনা যায় গুলির শব্দ। বিস্ফোরণের জেরে আগুন লেগে যায় সেনা ছাউনিতে। সকাল পৌনে এগারোটা নাগাদ দমকল ভেতরে ঢুকে আগুন নেভায়। জখম সেনা জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।হামলার খবর পাওয়া মাত্রই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ তাঁর রাশিয়া সফর বাতিল করে দেন। যোগাযোগ করেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সঙ্গে। রাজনাথ সিংহ টুইট করেন, হামলার ঘটনা নিয়ে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। জম্মু-কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক ডেকেছেন তিনি। জঙ্গি হামলার পর উড়ির সেনা ছাউনির পথে রওনা দিয়েছেন সেনা প্রধান দলবীর সিংহ। সেনা ছাউনি সংলগ্ন এলাকায় চলছে নাকা তল্লাশি।সেনা সূত্রে খবর, আরও এক জন জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। পুরো এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা। গোয়া থেকে তড়িঘড়ি কাশ্মীরে পৌঁছেছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। আহত সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেন তিনি।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:04 0:00

XS
SM
MD
LG