অ্যাকসেসিবিলিটি লিংক

কাশ্মীরে ফের মৃত্যু এক আহত যুবকের- এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৮৩


কাশ্মীরে ফের মৃত্যু এক আহত যুবকের। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৮৩।পুলিশ প্রশাসন জানিয়েছে গত মাসের দ্বিতীয় সপ্তাহে বুদগাম জেলার নারবাল এলাকার চেক-ই-খাউসায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষের সময় পেলেট গানে জখম হয় মুজাফ্ফর আহমেদ পণ্ডিত নামে ওই যুবক। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল সে। তার সারা শরীরে একাধিক সংক্রমণ হয়। আজ মৃত্যু হয়েছে মুজাফ্ফরের।উল্লেখ্য করা যেতে পারে গত ৮ জুলাই হিজবুল মুজাহিদিন কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পরই অশান্ত হয়ে ওঠে কাশ্মীর। শুরু হয় বিক্ষোভ। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। এই ঘটনায় কাশ্মীরে মৃতের সংখ্যা বেড়ে হল ৮৩। শ্রীনগর থেকে কার্ফু তুলে নেওয়া হলেও জনজীবন এখন স্বাভাবিক হয়নি।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG