অ্যাকসেসিবিলিটি লিংক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে কুপিয়ে হত্যা


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ড. রেজাউল করীম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে সাতটার দিকে নিজ বাসভবন শহরের শালবাগান থেকে বিশ্ববিদ্যালয়ের যাওয়ার পথে ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করা হয়। সন্ধ্যায় জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস নাস্তিক হওয়ার কারণে তাকে হত্যা করার হয়েছে বলে; হত্যাকান্ডের দায় স্বীকার করেছে-এমনটাই বলছে সাইট ইন্টিলিজেন্ট গ্রুপ এক টুইট বার্তায়। পুলিশ হত্যাকান্ডের পরে জঙ্গী সম্পৃক্ততার কথা জানিয়েছিল। রাজশাহী নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা নাহিদুল ইসলাম বলেন, সারাদেশে ব্লগার হত্যার আঘাতের ধরনের সঙ্গে এই হত্যাকান্ডের মিল রয়েছে।

স্থানীয়রা জানান, নিহত অধ্যাপক রেজাউল করীম সাংস্কৃতিক কর্মকান্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এদিকে, অধ্যাপক রেজাউল নিহত হওয়ার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাৎক্ষণিকভাবে কর্মবিরতি পালন এবং সোমবার পূর্ণ কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষার্থীরা সড়ক অবরোধ এবং ব্যাপক বিক্ষোভ করেছে। এ্যমনেস্টি ইন্টারন্যাশনাল এই হত্যাকান্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। উল্লেখ্য, এই নিয়ে গত একযুগে রাজশাহী বিশ্ববিদ্যালয় চার জন শিক্ষককে দুর্বৃত্তরা হত্যা করেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাঁর সহকর্মী সাখাওয়াত হোসেন বলছেন :...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:01:19 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG