উত্তর পশ্চিম সিরিয়ায় একটি রুশ সামরিক হেলিকপ্টারকে গুলি করে ভূপাতিত করা হলে ৫ জন যাত্রীর সবাই নিহত হয়।
রুশ প্রতিরক্ষা দপ্তর বলছে, আলেপ্পো শহরে মানবিক ক্রান সরবরাহ করে ফেরার সময় ঐ মালবাহী হেলইকপ্টারটি আক্রান্ত হয়।
নিহতদের মধ্যে দুজন সৈন্য এবং তিনজন ক্রু ছিলেন।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকফ সাংবাদিকদের বলেন, প্রতিরক্ষা দপ্তর থেকে যতটুকু তথ্য পাওয়া গেছে সে অনুযায়ী হেলিকপ্টারের সব যাত্রী নিহত হয়েছেন। তারা বীরের মতোই মারা গেছেন। কারন তারা মাটিতে থাকা মানুষকে বাঁচাতে হেলিকপ্টারটি সরিয়ে নেবার চেষ্টা করছিল।