রাশিয়ার কর্তৃপক্ষ, সেন্ট পিটার্সবার্গে পাতাল রেলে বিস্ফোরনের জন্য কারা দায়ী তা অনুসন্ধান করছে। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, সন্দেহভাজন দুইজনকে খোঁজা হচ্ছে।
বিস্ফোরণের পর সেন্ট পিটার্সবার্গ পাতাল রেল বন্ধ করে দেয়া হয়েছে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণে ১০জন মারা গেছেন এবং আহত হয়েছেন ৫০ জনের বেশী। যাদের মধ্যে ছয়জনের অবস্থা সংকটাপন্ন।
কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিস্ফোরনটিকে এখনই সন্ত্রাসী তৎপরতা বলতে চান না। তবে ঘটনাটিকে তারা সম্ভাব্য সন্ত্রাসী তৎপরতা হিসাবেই তদন্ত করছে। রাশিয়ার সংবাদ মাধ্যমগুলো ঘটনাটিকে উদ্দেশ্যমূলক বোমা হামলা বলে জানিয়েছে।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্ল্যাডিমির পুটিন সোমবার সেন্ট পিটার্সবার্গে পৌঁছান বার্ষিক বার্তা ফোরামে ভাষণ দেওয়ার জন্য। ক্রেমলিন সমর্থিত এক রাজনৈতিক আন্দোলন গোষ্ঠি ওই ফোরামের আয়োজন করে।
ক্রেমলিনের মুখপাত্র ডিমিট্রি পেসকভ বলেছেন, ওই বিস্ফোরণ সম্পর্কে পুটিনকে অবহিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সেন্ট পিটার্সবার্গ বিস্ফোরণকে "একটি ভয়ানক ঘটনা" বলে মন্তব্য করেছেন।