অ্যাকসেসিবিলিটি লিংক

রুশ সাংবাদিক, ক্রেমলিনের সমালোচক ব্যাবচেঙ্কো জীবিত আছেন


Russian journalist Arkady Babchenko, center, Vasily Gritsak, head of the Ukrainian Security Service, left, and Ukrainian Prosecutor General Yuriy Lutsenko attend a news conference at the Ukrainian Security Service on May 30, 2018.
Russian journalist Arkady Babchenko, center, Vasily Gritsak, head of the Ukrainian Security Service, left, and Ukrainian Prosecutor General Yuriy Lutsenko attend a news conference at the Ukrainian Security Service on May 30, 2018.

ইউক্রেনের নিরাপত্তা বাহিনী SBUর প্রধান বলেছেন রুশ সাংবাদিক, ক্রেমলিনের সমালোচক আর্কাডি ব্যাবচেঙ্কো জীবিত আছেন। এর একদিন আগে ইউক্রেন কর্তৃপক্ষ ঘোষণা করে যে কিয়েভে ব্যাবচেঙ্কোর অ্যাপার্টমেন্টে এক বন্দুকধারী তাকে গুলি করে হত্যা করে।

SBUর প্রধান ভ্যাসিল রিটজ্যাক ৩০ মে সাংবাদিকদের বলেন রুশ নিরাপত্তা বাহিনী ব্যাবচেঙ্কোকে হত্যা করার নির্দেশ দেয়। তিনি বলেন বিশেষ অভিযানে ইউক্রেনের এক ব্যক্তিকে আটক করা হয়।

আর্কাডি ব্যাবচেঙ্কোকে টেলিভিশনে দেখা যায়।

২৯ মে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং কিয়েভ পুলিশ ঘোষণা করে যে আর্কাডি ব্যাবচেঙ্কো যখন কিয়েভে তাঁর অ্যাপার্টমেন্টে ঢুকছিলেন তখন তাকে পেছেন থেকে গুলি করে হত্যা করা হয়। ব্যাবচেঙ্কো কিয়েভে নির্বাসিত ছিলেন।

XS
SM
MD
LG