অ্যাকসেসিবিলিটি লিংক

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সরকার, বাংলাদেশকে এক হাজার ১৩৮ কোটি ডলার ঋণ দেবে


Map of Bangladesh
Map of Bangladesh

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সরকার, বাংলাদেশকে এক হাজার ১৩৮ কোটি ডলার ঋণ দেবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার স্বায়ত্তশাসিত সংবাদ মাধ্যম আরটি নিউজ জানিয়েছে, সোমবার সে দেশের সরকার ওই সিদ্ধান্ত নেয়। এক হাজার ২৬৫ কোটি ডলার ব্যয় সাপেক্ষ ওই প্রকল্পের বাকি অর্থের যোগান দেবে বাংলাদেশ। আগামী বছর অর্থাৎ ২০১৭ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত মেয়াদে ওই ঋণ দেবে রাশিয়া। আর তা ফেরত দেয়া শুরু করতে হবে ২০২৭ সালের ১৫ মার্চ থেকে। রূপপুরের প্রতিটি ১২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে ওই অর্থ দিয়ে। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের যাবতীয় তদারকি করবে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম।

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:41 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG