রাশিয়ার কর্মকর্তারা, বিরোধী নেতা আলেক্সি নাভালনিসহ তাঁর মিত্রদের পরিচালিত এক ডজনেরও বেশি ওয়েব সাইট বন্ধ করার কথা ঘোষণা করেছেI রুশ ইন্টারনেট নিয়ন্ত্রক, রোসকোমনাদজোর জানায়, প্রসিকিউটার জেনারেলের অনুরোধে নাভালনি ডট কম সাইটটিসহ অন্যান্য ওয়েব সাইট বন্ধ করা হচ্ছেI
অন্যান্য যাদের ওয়েব সাইট নিষিদ্ধ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন নাভালনি'র শীর্ষ পরামর্শদাতা বা কৌশলী, নিওনিদ ভোলকভ, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার নাভালি'র ফাউন্ডেশন এবং নাভালনি'র সমর্থনপুষ্ট ডক্টরস ইউনিয়ন জোটের ওয়েব সাইটI
সেপ্টেম্বেরে সংসদীয় নির্বাচনের আগে এসব পদক্ষেপ নেয়া হয়েছে হয় এবং এটিকে ২০২৪ সালে অনুষ্ঠিতব্য প্রেসিডেনশিয়াল নির্বাচনে প্রেসিডেন্ট পুতিনের সপক্ষে সমর্থন বৃদ্ধির প্রয়াস বলে ভাবা হচ্ছেI
গত মাসে, রাশিয়ার একটি আদালত নাভালনি'র সঙ্গে সম্পৃক্ত সংস্থাগুলিকে উগ্রবাদী বলে ঘোষণা করেI তাদের তত্পরতা বন্ধ করা হয় এবং সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট লোকজনদের সরকারি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ ঘোষণা করা হয়I প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক, আলেক্সি নাভালনি ও তাঁর সংগঠন রাশিয়ার দুর্নীতির কথা তুলে ধরতে কাজ করেছেনI