অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেইন সীমান্তে রুশ সেনা বৃদ্ধির বিরুদ্ধে সব বিকল্পই খোলা থাকবে: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর


ইউক্রেইন সীমান্তে লড়াইরত রুশপন্থী একজন সেনা লুহানস্কে ইউক্রেইনের সেনাদের প্রতি গুলি ছুড়ছেন, ফাইল ছবি, ২রা জুন, ২০১৪, ছবি/ভাদিম ঘিড়দা/এপি
ইউক্রেইন সীমান্তে লড়াইরত রুশপন্থী একজন সেনা লুহানস্কে ইউক্রেইনের সেনাদের প্রতি গুলি ছুড়ছেন, ফাইল ছবি, ২রা জুন, ২০১৪, ছবি/ভাদিম ঘিড়দা/এপি

ইউরোপ বিষয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ এক কূটনীতিক শুক্রবার বলেছেন, ইউক্রেইন সীমান্তের কাছে রাশিয়ার বৃহৎ এবং অস্বাভাবিক সেনা মোতায়েনের জবাব দিতে সকল বিকল্প ব্যবস্থা খোলা থাকবে এবং নেটো জোট আগামী সপ্তাহে শলা-পরামর্শের পর তাদের পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

ইউরোপ ও ইউরেশিয়ান বিষয়ে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের উপমন্ত্রী, কারেন ডোনফ্রিড টেলিফোন ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, "আপনারা প্রশংসা করবেন এটা জেনে যে আমাদের বিবেচনায় সব বিকল্পই খোলা আছে এবং আমরা যে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি, তাতে থাকবে নানা ধরণের বিকল্প ব্যবস্থা"I

আগামী সপ্তাহে নেটো এবং ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (OSCE ) এর বৈঠকের জন্য পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের লাতভিয়া ও সুইডেন সফরের আগে ডোনফ্রিড বলেন, “পরবর্তী পদক্ষেপ হিসাবে নেটো কি ধরণের ব্যবস্থা নেবে, সে সিদ্ধান্ত এখন নেটোই নেবে"I

যুক্তরাষ্ট্র, নেটো ও ইউক্রেইনের কর্মকর্তারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেইনের সীমান্তের কাছে, তাদের কথায়, অস্বাভাবিক রুশ সেনা বৃদ্ধির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেনI তারা এমন ইঙ্গিত দিয়েছেন যে, রাশিয়া তার প্রতিবেশী দেশটির বিরুদ্ধে হামলা চালাতে পারে। তবেরাশিয়া এই অভিযোগকে ইচ্ছা-প্রনোদিত গুজব বলে প্রত্যাখ্যান করেছেI

পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন স্টকহোমে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরফের সঙ্গে মিলিত হবেন কিনা জিজ্ঞাসা করা হলে, ডোনফ্রিড জানান, দ্বিপাক্ষিক এ ধরণের আলোচনার ব্যাপারে ঘোষণা করার মতো কিছু নেই তার কাছে। তবে বলেন "নজর রাখুন"I

XS
SM
MD
LG