রাশিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের জন্য রেকর্ড সংখ্যক কোভিডে মৃত্যুর খবর জানিয়েছেন। তৃতীয় দিন দেশটিতে মারা যায় ৯৮৬ জন এছাড়া রেকর্ড ৩১ হাজার ২৯৯ জনের নতুন সংক্রমণের খবরও তারা দিয়েছেন।
নতুন এই সংক্রমণের সংখ্যা গত ডিসেম্বরের রেকর্ড ভেঙে দিয়েছে এবং প্রথমবারের মতো রাশিয়া একদিনে আনুষ্ঠানিকভাবে ৩০ হাজারের বেশি সংক্রমণের খবর দিল। বারবার মৃত্যুর নতুন রেকর্ড তৈরি করেছে দেশটি, যখন গত মাসের বেশিরভাগ সময় জুড়ে নতুন করে সংক্রমণ বাড়ছিল।
রাশিয়ার কর্মকর্তারা সংক্রমণের এই বৃদ্ধির জন্য দেশটির মন্থর টিকা কার্যক্রমকে দায়ী করেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় এই সপ্তাহে জানিয়েছে, রাশিয়ার ১৪৬ মিলিয়ন জনসংখ্যার মাত্র এক-তৃতীয়াংশকে সম্পূর্ণভাবে টিকা দেওয়া হয়েছে, যদিও এই বছরের শুরুতে দেশটি তার স্পুটনিক ভ্যাকসিনটি দ্রুত চালু করেছিল।
বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার টিকা দেওয়ার প্রচেষ্টাকে সক্রিয়ভাবে সমর্থন করার জন্য নবনির্বাচিত আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান। যদিও সরকার বাধ্যতামূলক ভ্যাকসিনের আদেশ জারি করতে অনিচ্ছুক।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বলেন, এই ধরনের নিয়ম প্রতিষ্ঠা করার দায়িত্ব আঞ্চলিক কর্তৃপক্ষের।