অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় বিমান হামলা সমর্থন করলো রাশিয়া


রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে যে সিরিয়ায় তার বিমান হামলার লক্ষ্য ইসলামিক স্টেট জঙ্গী নয় , অন্যরা ছিল। রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরফ নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেন যে এ ধরণের খবর ভিত্তিহীন । কোন কোন বিমান আক্রমণের অসামরিক লোকদের ওপর আঘাত হেনেছে এমন সংবাদ সম্পর্কে লাভরফ বলেন যে এ ব্যাপারে তাঁর কাছে কোন তথ্য নেই।

বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠকের পর তিনি এই বক্তব্য রাখেন। কেরি বলেন যে সিরিয়ায় পরস্পরের সঙ্গে সংঘাত এড়ানোর জন্য , যথাশিগগির সম্ভব যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যে আলোচনা হবে। পেন্টাগনে গতকাল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার বলেন যে সিরিয়ায় রুশ বিমান অভিযান সেই সব জায়গায় আঘাত হেনেছে যেখানে ইসলামিক স্টেট জঙ্গীরা সম্ভবত ছিল না। ফরাসি পররাষ্ট্র মন্ত্রী লরা ফ্যাবিউ ও নিউ ইয়র্কে সংবাদদাতাদের বলেন যে রুশ অভিযান যে ইসলামিক স্টেট গোষ্ঠিকে লক্ষ্য করে পরিচালিত হয়নি তার কিছু লক্ষণ জানা গেছে।

XS
SM
MD
LG