অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের সিরিয়া প্রস্তাবে আপোষ রফা


Military tanks drive into the Jabal Al-Zawya area of Idlib on August 1, 2011 in this still image taken from video posted on a social media website. The death toll in Syria's violent crackdown on opposition to President Bashar al-Assad in the city of Hama
Military tanks drive into the Jabal Al-Zawya area of Idlib on August 1, 2011 in this still image taken from video posted on a social media website. The death toll in Syria's violent crackdown on opposition to President Bashar al-Assad in the city of Hama

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বুধবার সিরিয়ার বিষয়ে একটি সম্ভাব্য আপোষ প্রস্তাব নিয়ে আলোচনা করেছে , যাতে ঠিক নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করা হবে না, কিন্তু সিরিয়ার ক্রমবর্ধমান সহিংসতার বিরুদ্ধে নিন্দে জানানো হবে এবং সিরিয়ার সরকার ও বিরোধীদের একটি সর্বজনগ্রাহ্য রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনার আহ্বান জানানো হবে। নিষেধাজ্ঞা আরোপোর বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছিল্

এ সম্পর্কে ফরাসী দূত সংবাদদাতাদের বলেন যে নতুন খসড়ায় বড় রকমের আপোষ রফা করা হয়েছে । তিনি বলেন আমরা সত্যি সত্যি সমঝোতা চাই। যে খসড়া আমরা উপস্থাপন করছি , তাতে নিষেধাজ্ঞার কথা নেই এবং আমাদের দৃষ্টিভঙ্গিতে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এখন আশা করা যাচ্ছে যে পরিষদের সকল সদস্যের সঙ্গে একটা সমঝোতা হবে। রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চুরকিন ও আশাবাদী মন্তব্য করেন।

তিনি বলেন যে প্রধান ব্যাপার হচ্ছে দুটি বিষয় না হারানো। প্রথমত অবিলম্বে সেখানে সহিংসতা বন্ধ করা আর দ্বিতীয়ত এমন রাজনৈতিক প্রক্রিয়া শুরু করা যাতে সংস্কারের কথা থাকবে।

XS
SM
MD
LG