অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া : ট্রাম্প-লাভরফ বৈঠক সম্পর্কে সতর্ক আশাবাদ


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন মুখপাত্র আজ বলেছেন যে তাঁদের পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরফের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৈঠক ছিল অত্যন্ত ইতিবাচক।

দ্যমিত্রি পেসকফ সংবাদদাতাদের বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে রাশিয়া সতর্ক আশাবাদ পোষণ করছে কিন্তু এ জন্যে আরও কাজ করতে হবে।

এই মন্তব্য আসার একদিন আগে হোয়াইট হাউজে গতকাল ট্রাম্প , লাভরফকে স্বাগত জানান এবং তাঁদের মধ্যে আলোচনা প্রধান বিষয় ছিল সিরিয়া। বৈঠকের পর ট্রাম্প সংবাদদাতাদের বলেন যে লাভরফের সঙ্গে তাঁর খুব ভাল বৈঠক হয়েছে।

মন্তব্যটি করার সময়ে ওভাল অফিসে সাবেক পররাষ্ট্র মন্ত্রী হেনরি কিসিঞ্জার তাঁর পাশেই ছিলেন । রুশ কৃটনীতিকের সঙ্গে তাঁর বৈঠক সম্পর্কে বিস্তারিত তিনি কিছু জানাননি তবে বলেছেন, তিনি মনে করেন সিরিয়ার ব্যাপারে তাঁরা খুব ভাল করছেন। তিনি বলেন এখন যা হচ্ছে তা আশাব্যঞ্জক, আমরা হত্যা ও মৃত্যু বন্ধ করতে পারবো।

XS
SM
MD
LG