অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ায় বিষাক্ত গ্যাসের উপস্থিতিতে চরম উদ্বেগ


রাশিয়ায় একটি ক্ষেপণাস্ত্র স্থাপনায় দৃশ্যত বিষাক্ত রকেট ফুয়েলের উপস্থিতির কারণে ARKHANGELSK নামক এলাকায় লোকজনদের মাঝে আয়োডিন কেনার হিড়িক পড়ে যায় I রুশ কর্তৃপক্ষ WHITE SEA জলসীমায় সাঁতার ও মাছ ধরা নিষিদ্ধ করে দিয়েছেন I মাত্র এক মাস আগে গোপন একটি সাবমেরিনে অগ্নিকান্ড এবং যার জেরে ১৭জন নাবিকের মৃত্যুর পর রুশ প্রতিরক্ষা দপ্তরের কঠোর সমালোচনা করা হয়েছিল I বৃহস্পতিবার NYONOSKA শহরের নুতন বিস্ফোরণ প্রতিরক্ষা দপ্তরের জন্য আবারো বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে I

এখানকার নৌ স্থাপনা থেকে ICBM সহ বহু ধরণের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় I

XS
SM
MD
LG