অ্যাকসেসিবিলিটি লিংক

রুশ-ভারত সামরিক বানিজ্য চুক্তি সম্পাদিত


রাশিয়া ও ভারত কোটি কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি সই করেছে এবং দেশ দুটি তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে চাইছে।

রুশ প্রেসিডেন্ট ভালাদিমির পুতিনের নতুন দিল্লি সফরের সময়ে ভারত এক শ তিরিশ কোটি ডলার মুল্যের ৭১টি সামরিক হেলিকপ্টার এবং ১৬০ কোটি ডলার মুল্যের ৪২টি সুখোই জঙ্গিবিমান কিনতে রাজি হয়েছে। মি পুতিন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী সিং বলেন যে রাশিয়ার অবিচলিত বন্ধুত্ব এবং বিশ্বের উন্নয়ন নির্বিশেষে ভারতের প্রতি রুশ সহযোগিতাকে ভারত গভীর ভাবে মূল্যায়ন করে। ভারতের জনগণের মনে এই সম্পর্ক একটা বিশেষ স্থান করে নিয়েছে এবং ভারত এটিকে আরও গভীর করতে প্রতিজ্ঞ। দু পক্ষই বানিজ্য , বিজ্ঞান ও শিক্ষা ও আইন প্রয়োগ বিষয়ে চুক্তি সই করে। মি পুতিন বলেন এ সব কিছুই রাজনৈতিক সংলাপ , বিনিয়োগ , বানিজ্যিক সম্পর্ক এবং দু দেশের জনগণের মধ্যে সম্পর্ক স্থাপনে আমাদের পারস্পরিক আগ্রহই তুলে ধরছে।

সোমবারের এই আলোচনায় দুই নেতায় স্থিতিশীল আফগানিস্তান গড়ে তোলার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছেন ঐ যুদ্ধ বিধ্বস্ত দেশের নিরাপত্তার প্রতি প্রধান হুমকিটাই হচ্ছে সন্ত্রাসের।
XS
SM
MD
LG