রাশিয়ার একজন শীর্ষ কর্মকর্তা বলছেন যে মস্কো নেটোর সঙ্গে কোন রকম দ্বন্দ্বে যেতে চাইছে না।
রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা শনিবার জানায় উপ প্রতিরক্ষা মন্ত্রী আনাতোলি অন্তোনফ এ ব্যাপারে মস্কোতে বিদেশি প্রতিরক্ষা অ্যাটাশিদের উদ্দেশ্যি একটি সংবাদ ব্রিফিং এ এই বিবৃতি দেন।
আন্তোনফকে উদ্ধৃত করে বলা্ হয়েছে , “ আমরা নেটো জোটের সঙ্গে কোন সংঘাতে যেতে চাইছি না এবং আমরা সহযোগিতা উন্নত করার পক্ষে।
শ্রোতাদের এ ব্যাপারে পুনরায় নিশ্চিত করার জন্য আন্তোনফ আরো বলেন যে রাশিয়া কাউকেই আক্রশন করতে যাচ্ছে না।
বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দেওয়ার জন্য পশ্চিম রাশিয়াকে অভিযুক্ত করেছে তবে মস্কো সরকার বার বার এই অভিযোগ অস্বীকার করে এসছে।