অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া থেকে রাশিয়ান সৈন্য প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়া থেকে রাশিয়ান সৈন্য প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে সোমবার সন্ধ্যায় এমন খবর প্রচারিত হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম পুতিনকে উদ্ধৃত করে, যেমনটা প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এবং পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ বলছিলেন যে, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত কাজগুলো শেষ হয়েছে।

পুতিন দুই মন্ত্রীকে বলেছেন, "অতএব আমি আপনাদেরকে- সিরিয়ান আরব প্রজাতন্ত্র থেকে আমাদের সামরিক গোষ্ঠীর প্রধান অংশ আগামীকাল থেকে প্রত্যাহার শুরু করার নির্দেশ দিচ্ছি।

ক্রেমলিনের ওয়েবসাইট জানায়, পুতিন- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে ফোন আলাপে বলেন, সাম্প্রতিক সময়ে সিরিয়া অভিযানে থাকা রাশিয়ান বিমান বাহিনীর প্রধান অংশ প্রত্যাহারের বিষয়ে তিনি সম্মত হয়েছেন।

হোয়াইট হাউস জানিয়েছে, সিরিয়া থেকে রাশিয়ান বাহিনী প্রত্যাহারের বিষয়ে তাদের কাছে কোন নির্দিষ্ট তথ্য নেই। এবং সৈন্য প্রত্যাহারের পর সেখানকার সমীকরনটা কি হবে সেটা বলা কঠিন।

XS
SM
MD
LG