অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের নির্বাচনে রুশ হস্তক্ষেপ


কয়েকজন সমীক্ষকের মতে ইউক্রেনের আসন্ন প্রেসিডেনশিয়াল নির্বাচনে রাশিয়া, বিভাজন সৃষ্টি এবং সংবাদ মাধ্যমে নেতিবাচক প্রচারণার চালিয়ে নির্বাচনকে প্রভাবিত করা প্রয়াস চালাচ্ছে I প্রথম দফা ভোট দান শুরু হচ্ছে আগামী রবিবার, যেখানে ৩৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন ; আর দ্বিতীয় দফা ভোটদান হবে তিন সপ্তাহ পরে I ২০১৪ সালের বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা লাভের পর, ইউক্রেইন এখন পশ্চিমাপন্থী একটি দেশ I রুশ হস্তক্ষেপ এড়াতে ইউক্রেইন ইতিমধ্যেই রাশিয়ার বহু চ্যানেল এবং ক্রেমলিন সংশ্লিষ্ট বহু নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে I

XS
SM
MD
LG