অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ায় আমেরিকার কনসুলেটে ভিসা সংক্রান্ত পরামর্শ শুরু হতে পারে


FILE - Jon Huntsman Jr., U.S. ambassador to Russia, speaks during a ceremonial swearing-in event Oct. 7, 2017, in Salt Lake City, Utah, prior to his departure for Moscow.
FILE - Jon Huntsman Jr., U.S. ambassador to Russia, speaks during a ceremonial swearing-in event Oct. 7, 2017, in Salt Lake City, Utah, prior to his departure for Moscow.

টাস সংবাদ সংস্থা আমেরিকান রাষ্ট্রদূত জন হান্টসম্যানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে রাশিয়ার তিনটি শহরে যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত পরামর্শ আলোচনা শীঘ্রই শুরু হবে।

হান্টসম্যান বলেছেন ভবিষ্যতে হয়ত সেইন্ট পিটার্সবার্গ, ইয়েকেটেরিনবার্গ এবং ভ্লাডিভস্টকে ভিসা বিষয়ে সাক্ষাৎকার নেওয়া হতে পারে।

অগাস্ট মাসে আমেরিকা, রাশিয়ায় ভিসা দেওয়ার ব্যবস্থা কমিয়ে ফেলে যখন মস্কো যুক্তরাষ্ট্রকে নির্দেশ দেয় যে তাদের ১২০০ কর্মীর মধ্যে ৭৫৫জনকে বরখাস্ত করতে হবে। ওই কর্মীদের মধ্যে অনেকেই রাশিয়ার স্থানীয় কর্মী। গত বছর আমেরিকার প্রেসিডেন্ট নির্বচনে রাশিয়ার হস্তক্ষেপের জবাবে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আমেরিকায় রাশিয়ার দুটি দফতর বন্ধ করে দেন এবং ৩৫জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেন। রাশিয়া পাল্টা জবাবে আমেরিকার দূতাবাসের কর্মী সংখ্যা কমাতে বলে।

XS
SM
MD
LG