অ্যাকসেসিবিলিটি লিংক

বরিস নেম্‌তসফকে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে একজন চেচেন - বিচারক


রাশিয়ার একজন বিচারক বলেছেন, একজন সাবেক চেচেন পুলিশ কমাণ্ডার বিরোধী নেতা বরিস নেম্‌তসফকে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ওদিকে কতৃপক্ষ অন্য চারজন সন্দেহভাজনের ব্যাপারে তদন্ত অব্যাহত রেখেছে। ঐ ৫ জন মস্কোর এক আদালতে হাজির হলে তাদের আটক করা হয়। কর্মকর্তারা ২৭ ফেব্রুয়ারী নেম্‌তসফকে গুলি করে হত্যা করার ঘটনার তদন্ত অব্যাহত রেখেছেন। নেম্‌তসফ ছিলেন রুশ প্রেসিডেন্ট পুটিনের ঘোর বিরোধী। রাষ্ট্রীয় বার্তা মাধ্যমে ৫৫ বছর বয়স্ক নেম্‌তসফ-এর হত্যাকারী হিসেবে দুই ব্যক্তি যাদের বিরুদ্ধে সরকারি ভাবে অভিযোগ দায়ের করা হয়, তাদের পরিচয় দেয়। এরা হলেন যাউর দাদায়েফ এবং আনজর গুবাশেফ।

XS
SM
MD
LG