অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় অস্ত্র বিরতি বিষয়ে রাশিয়ার আলোচনার প্রস্তাব


সিরিয়ায় অস্ত্রবিরতি বিষয় আলোচনার প্রস্তাব দিয়েছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরফ বলেছেন, মস্কো প্রায় সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, "আমরা প্রস্তাবটি সিরিয়া বিষয়ে আন্তর্জাতিক সহায়তা গ্রুপে নিয়ে যাবার পূর্বে আমেরিকার প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।"

এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং সিরিয়া বিষয়ে আন্তর্জাতিক সহায়তা গ্রুপের আরো ১৭টি রাষ্ট্র, মিউনিক নিরাপত্তা সম্মেলনের পার্শ্ব বৈঠকে আলোচনা করেন।

আলেপ্পোতে রুশ সমর্থিত সিরিয়ার আক্রমণ সেখানকার মানবিক সংকটের আরও অবনতি ঘটিয়েছে। হাজার হাজার মানুষ তুরস্কের সীমান্তের দিকে পালিয়ে আসছে।

পশ্চিমি সংবাদ মাধ্যম জানাচ্ছে যে ঐ প্রস্তাবে পয়লা মার্চ থেকে অস্ত্র বিরতির কথা বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার বলেছেন যে তিনি রুশ প্রস্তাবে কোন সুনির্দিষ্ট তারিখের কথা জানেন না তবে তিনি জোর দিয়েই বলেন যে আমরা তাৎক্ষণিক অস্ত্র বিরতির পক্ষে।

পররাষ্ট্র মন্ত্রী জন কেরি , রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরফ সহ বিভিন্ন দেশের কর্মকর্তাদের সঙ্গে মিউনিকে উপর্যুপরি বৈঠক করেন । সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক সহায়তা গোষ্ঠির পুর্ণাঙ্গ বৈঠকের আগে তিনি সিরিয়ার উচ্চতর আলোচনা কমিটির প্রধান, সিরিয়ার বিরোধী নেতা রিয়াদ হিজাবের সঙ্গেও বৈঠক করেন।

XS
SM
MD
LG