অ্যাকসেসিবিলিটি লিংক

কৃষ্ণ সাগরে রুশ নৌবাহিনীর চলাচল বৃদ্ধি 


বৃটেনের নৌবাহিনীর সূত্রের উধৃতি দিয়ে 'দি সানডে টাইমস' পত্রিকা জানায়, রাশিয়া কৃষ্ণ সাগরে তাদের নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি করে চলেছে; তবে একই সঙ্গে বৃটেনও, ইউক্রেইন সঙ্কট বৃদ্ধির সঙ্গে সঙ্গে, নেটো'র উপস্থিতি বাড়াতে, সেখানে দুটি জাহাজ পাঠিয়েছেI

কৃষ্ণ সাগরে যেতে, জাহাজগুলিকে তুরস্কের বসফরাস ও দার্দানেলিস জলপথ দিয়ে যেতে হয়, যে জলপথটি ১৯৩৬ সালের 'মনট্র কনভেনশন' দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিতI তুরস্কের প্রাক্তন একজন রাষ্ট্রদূত ও নৌ আইন বিশেষজ্ঞ,মিহাত রেন্ডে বলেছেন, বর্তমান উত্তেজনা এই চুক্তির গুরুত্বকে আরো বাড়িয়ে তুলেছেI

এ মাসের শুরুতে প্রেসিডেন্ট পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট, রেসেপ তায়েফ এর্দোয়ানকে নেটো যেন 'মনট্র কনভেনশনের' শর্তাবলী পুরোপুরি মানে, সেজন্য তাঁকে চাপ দিয়েছিলেনI

XS
SM
MD
LG