দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন সিরিল রামাফোসা। এসময় আঞ্চলিক নেতারা এবং ৩০০০০ দর্শক উপস্থিত ছিলেন।
গত বছর তাঁর পূর্বসূরী জ্যাকব জুমা ব্যাপক দুর্নীতির অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হবার পর তিনি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেন। জ্যাকব জুমা যেসব দুর্নীতি করেছিলেন তার মধ্যে অন্যতম হলো ব্যক্তিগত সম্পত্তি উন্নয়নের জন্য জনসাধারণের তহবিলের প্রায় ২ কোটি ডলার ব্যবহার করেছিলেন।
সিরিল রামাফোসা বলেন, "আপনারা আমার প্রতি যে বিশ্বাস রেখেছেন তার জন্য আমি কৃতজ্ঞ এবং আমাদের দেশ যে চ্যালেঞ্জের সম্মুখিন, সে সম্পর্কে আমি সচেতন। কিন্তু আমি এই ধারনা নিয়ে বেঁচে আছি যে, আমাদের মানুষদের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন রয়েছে।"