ফ্রান্সে অবস্থারত লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন তিনি কয়েকদিনের মধ্যেই লেবাননে ফিরে যাবেন এবং প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে আলোচনার পর এই সংকটে তাঁর ভূমিকার কথা ব্যক্ত করবেন I মি. হারিরি প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রো'র সঙ্গে আলোচনায় মিলিত হন I প্রেসিডেন্ট মাক্রো লেবাননের সঙ্কটে সহায়তার আশ্বাস দিয়েছেন I
মি.হারিরি সৌদী আরব সফরকালে ব্যক্তিগত নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে পদত্যাগ করার কথা ঘোষণা করেছিলেন I