অ্যাকসেসিবিলিটি লিংক

জাফরান চাষ আফগানিস্তানের কৃষকদেরকে আফিম চাষ থেকে সরিয়ে আনতে পারে


আফগানিস্তানের পশ্চিমী জনপদ হেরাতের কৃষিজিবীদের আশা যে, জাফরান চাষ তাদেরকে হয়তোবা এখন আফিম চাষের আসক্তি হ’তে নিবৃত্ত করতে পারবে। ভয়েস অফ এ্যামেরিকার ফেইথ লাপিডাস তাঁর একটা রিপোর্টে লিখছেন- চুনিরাঙ্গা সুকুমার-পেলব ফুল থেকে যে যাফরান তৈরি হয়, বিশ্বের সবচেয়ে মহার্ঘ-মূল্যবান মশলা সেটি এবং ব্যাপক হারে এই যাফরানের চাষ করে আফগান কৃষিজিবীরা অনেক বেশি লাভবান হতে পারেন- আফিম চাষের ব্যবসা থেকে হঠে আসবার একটা সুযোগ করে দিতে পারে এই চুনিরাঙ্গা মূল্যবান মশলা যাফরানের চাষ। এই মুহুর্তে দেশটির সবচেয়ে বড়ো রফতানী সামগ্রী হ’লো অবৈধ আফিম- সরকারের কর্মসূচিতে ও একই সঙ্গে পশ্চিমা দাতাদের সাাায্য সহায়তাও যে উৎপাদনকে রোধ করতে চাইছে। এখন এরই বিকল্প হয়ে উঠে আসছে চুনিরাঙ্গা মশলা যাফরান – এই মুহুর্তে যার বাজার মূল্য প্রতি কিলোগ্রামে দেড় হাজার ডলার।

XS
SM
MD
LG