যুক্তরাষ্ট্রের আহমেদিয়া মুসলিম সম্প্রদায় গত মার্চ মাস থেকে সারা দেশে এক বিশেষ কর্মসুচী শুরু করেছে। এই অভিযানের নাম ‘মোহাম্মদ মেসেঞ্জার অফ পীস বা মোহাম্মদ শান্তির দূত’।
মানবাধিকার, নারীর অধিকার, যুদ্ধ এবং শান্তি, অন্য ধর্মের প্রতি সহনশীলতা এই সব বিষয়ে মহানবীর স্পষ্ট বিধান ও দর্শন তুলে ধরাই এই কর্মসুচীর লক্ষ্য।
এ সম্পর্কে তাহিরা কিবরিয়া কথা বলেন, আহমেদিয়া মুসলিম উইমেনস লেখক গোষ্ঠির সদস্য শাহিনা বাশিরের সঙ্গে।
মানবাধিকার, নারীর অধিকার, যুদ্ধ এবং শান্তি, অন্য ধর্মের প্রতি সহনশীলতা এই সব বিষয়ে মহানবীর স্পষ্ট বিধান ও দর্শন তুলে ধরাই এই কর্মসুচীর লক্ষ্য।
এ সম্পর্কে তাহিরা কিবরিয়া কথা বলেন, আহমেদিয়া মুসলিম উইমেনস লেখক গোষ্ঠির সদস্য শাহিনা বাশিরের সঙ্গে।