যুক্তরাষ্ট্র জাতিসংঘের রাজনৈতিক মিশনে প্রাক্তন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী সালাম ফাইয়াদের মনোনয়নের ব্যাপারে প্রতিবাদ ব্যক্ত করেছে I জাতিসংঘ মহাসচিব Antonio Guterres শুক্রবার ৬৪ বছর বয়সী অর্থনীতিবিদ, সালাম ফাইয়াদকে মনোনয়নের কথা ব্যক্ত করেন I মি. ফাইয়াদ ২০০৭ সাল থেকে ২০১৩ সাল অব্দি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন I
জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেইলি শুক্রবার এই মনোনয়নে হতাশা ব্যক্ত করেন I