প্রথম বিশ্বযুদ্ধে চালানো প্রথম দুটি গুলির ১০০ বছর পুর্তি ডলিন করছে সারাইয়েভো। কনসার্ট আলোচনা সভা ও প্রদর্শনী আয়োজনের মাধ্যমে ইউরোপে শান্তি প্রচারের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন।
১৯১৪ সালের ২৮শে জুন সার্ব টিনেজার গাভ্রিলো প্রিনসিপ, অস্ট্রো হাঙ্গেরিয়ান ক্রাউন প্রিন্স ফ্রানজ ফার্দিনান্দ’কে হত্যা করে, যিনি ঐ শহরে দখলকারীদের অবস্থার তদন্তে যান।
এক শতাব্দী পর সারাজেভানরা প্রিন্সিপ যে স্থানটি থেকে গুলী ছুড়েছিলেন আজ সেখানে জড়ো হয়েছেন। ওদিতে ভিয়েনায় অষ্ট্রিয়ানরাও দিনটি পালন করছে নানা আনুষ্ঠানিকতায়।