অ্যাকসেসিবিলিটি লিংক

প্রথম বিশ্বযুদ্ধে চালানো প্রথম দুটি গুলির ১০০ বছর পুর্তি করছে সারাইয়েভো


প্রথম বিশ্বযুদ্ধে চালানো প্রথম দুটি গুলির ১০০ বছর পুর্তি ডলিন করছে সারাইয়েভো। কনসার্ট আলোচনা সভা ও প্রদর্শনী আয়োজনের মাধ্যমে ইউরোপে শান্তি প্রচারের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন।

১৯১৪ সালের ২৮শে জুন সার্ব টিনেজার গাভ্রিলো প্রিনসিপ, অস্ট্রো হাঙ্গেরিয়ান ক্রাউন প্রিন্স ফ্রানজ ফার্দিনান্দ’কে হত্যা করে, যিনি ঐ শহরে দখলকারীদের অবস্থার তদন্তে যান।

এক শতাব্দী পর সারাজেভানরা প্রিন্সিপ যে স্থানটি থেকে গুলী ছুড়েছিলেন আজ সেখানে জড়ো হয়েছেন। ওদিতে ভিয়েনায় অষ্ট্রিয়ানরাও দিনটি পালন করছে নানা আনুষ্ঠানিকতায়।

XS
SM
MD
LG