তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ঘনিষ্ঠ সহযোগী শশিকলাকে সুপ্রিম কোর্ট মঙ্গলবার আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির দায়ে ৪ বছরের কারাদণ্ড দিল। এ ছাড়া, ১০ বছরের জন্য তিনি সরকারি পদেও বসতে পারবেন না। অথচ, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য শাসক এআইডিএমকে দলের পরিষদীয় নেতা নির্বাচিত হতে চাইছিলেন। এই নিয়ে তাঁর বিরোধ বর্তমান মুখ্যমন্ত্রী পনিরসিলভম-এর সঙ্গে। এ বার নতুন করে শাসক দলের নেতা নির্বাচন হবে, না, রাজ্যপাল বিধানসভার অধিবেশন ডেকে নেতা নির্বাচনের নির্দেশ দেবেন, সেটাই দেখবার।
এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।