অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদি আরব বাংলাদেশী জনশক্তি রফতানির উপরে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে


FILE - Foreign workers hold their passports as they gather outside a labour office, after missing a deadline to correct their visa status, in Riyadh, Nov. 4, 2013
FILE - Foreign workers hold their passports as they gather outside a labour office, after missing a deadline to correct their visa status, in Riyadh, Nov. 4, 2013

বাংলাদেশী জনশক্তি রফতানির অন্যতম বড় বাজার সৌদি আরব বাংলাদেশী জনশক্তি রফতানির উপরে আরোপিত নিষেধাজ্ঞা ৬ বছর পর প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয় ওই ঘোষণা দেয়। ঢাকায় পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এ জন্য সৌদি বাদশার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বর্তমানে ওই দেশে ১৩ লক্ষাধিক বাংলাদেশী কর্মরত রয়েছেন। সৌদি অর্থনৈতিক অবস্থার কারণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুফল আশানুরূপ হবে কিনা-সে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞগণ। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-র অতিরিক্ত গবেষণা পরিচালক ড. গোলাম মোয়াজ্জেম এই সম্পর্কে বিশ্লেষণ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তব অবস্থা বুঝেই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।
এদিকে, সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় আগুন লেগে ৪ জন বাংলাদেশী নিহত হয়েছেন। তাদের সবারই বাড়ি নাটোর জেলায়।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG