সৌদি আরব একজন অন্তঃসত্ত্বা নারীসহ ৭জন পুরুষকে আটক করেছে। ঐ ৮জনের মধ্যে ২জন সৌদি-আমেরিকানও রয়েছেন। সৌদি নারীদের অধিকার সমর্থনের দায়ে তাদের আটক করা হয়েছে। লন্ডন ভিত্তিক এএলকিউএসটি নামের মানবাধিকার দল জানিয়েছে, যাদের আটক করা হয়েছে তাদের সবাই লেখক, ব্লগার বা সামাজিক মাধ্যমে লেখালেখি করে থাকেন। সমাজ সংস্কারের বিষয়ে তারা প্রকাশ্যে বক্তব্য তুলে ধরতেন।
বৃহস্পতিবার, এদের বেশির ভাগকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে যে দুই সৌদি আমেরিকান নাগরিক রয়েছেন তাদের একজন হচ্ছেন লেখক এবং চিকিৎসক বাদার আল ইব্রাহিম। অপর জন সক্রিয়বাদী আজিজা আল ইউসেফের ছেলে সালাহ আল হাইদার।
আজিজা আল ইউসেফ গত প্রায় ১বছর ধরে আরও ১০জন নারীর সংগে জেলে বন্দী রয়েছেন এবং ধারণা করা হয় যে তার ওপরে শারীরিক নির্যাতন এবং যৌন অত্যাচার চালানো হয়। অক্টোবর মাসে ইস্তানবুলে সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশকজীর হত্যাকাণ্ডের জন্য সৌদি আরবের দারুণ নিন্দা জানানোর পর এটাই প্রথম দমন অভিযান।