হজ্জ পালনের জন্য সৌদি আরবে গমনকারী ৩৩ জন বাংলাদেশী নাগরিক মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩ আগস্ট ৮ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বার্ধক্যজনিত অসুস্থতাসহ বিভিন্ন কারণে তারা মারা গেছেন। তাদের মধ্যে ৩৪ পুরুষ এবং ৯ জন নারী। মন্ত্রণালয় জানায়, ২৪ জনের মৃত্যু হয়েছে মক্কায়, ৮ জন মদিনায় এবং ১ জন জেদ্দায়। আর ১৭ জন বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বছর বাংলাদেশে ১ লাখ ১ হাজার ৮২৯ জন হজযাত্রী হজ্জ পালনের জন্য ইতোমধ্যেই সৌদি আরবে পৌছেছেন।...ঢাকা থেকে আমীর খসরু